
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বঙ্গ বিজেপিতে নয়া মুখ। এলেন সতীশ ধন্দ। গোয়ার দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন্দ এখন পশ্চিমবঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)। বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে নিযুক্ত করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের সংগঠনে রদবদল করা হয়েছে।
সতীশ গোয়া বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন। এ বার গোয়ার পাশাপাশি বাংলার যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হলেন তিনি।
বিজেপিতে সাধারণ সম্পাদক পদ খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার সাধারণ সম্পাদক (সংগঠন) পদ সবার উপরে। সেই কারণে বরাবর আরএসএস প্রচারকেরাই এই পদে আসেন। রাজ্যে এখন সেই দায়িত্বে রয়েছেন অমিতাভ চক্রবর্তী।
এ বার যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হিসাবে যোগ দিচ্ছেন সতীশ।
তবে কলকাতার পরিবর্তে আসানসোলকে কেন্দ্র করে কাজ করবেন তিনি। দলীয় অন্দরের কোন্দলের কারণেই দিল্লিতে থেকে বিজেপির এই কড়া পদক্ষেপ বলে রাজনৈতিক সূত্রে খবর।