fbpx
দেশহেডলাইন

বাইক চালকদের জন্য নয়া নির্দেশিকা, এবার থেকে পরতে হবে বিশেষ হেলমেট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাইক চালকদের জন্য বড় নির্দেশিকা জারি করল কেন্দ্র। সড়ক ও পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা এবার থেকে বাইক চালকদের পথে নামতে হলে পরতে হবে এক বিশেষ হেলমেট। অন্যথায় করা হবে জরিমানা।

নয়া নির্দেশিকাটিতে শুধুই ছাড় দেওয়া হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস ছাপ দেওয়া হেলমেটকে। অর্থাৎ অন্য কোনও হেলমেট পরে পথে নামা হেলমেট না পরারই শামিল। একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে অন্য হেলমেট তৈরি বা বিক্রি করাও যাবে না। বিআইএস হেলমেট ছাড়া অন্য কোনও হেলমেট কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না।  ২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশে  অন্য সব হেলমেট  উৎপাদন বন্ধ করতে হবে।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সড়ক নিরাপত্তার বিষয়ে একটি কমিটি গঠিত হয়। কমিটির প্রস্তাব সে সময় গ্রহণ করে মন্ত্রক। ওই প্রস্তাবেই বিআইএস হেলমেটের জন্য সুপারিশ করা হয়েছি। এই হেলমেট ওজনে হালকা, অনেক বেশি নিরাপদ।

Related Articles

Back to top button
Close