fbpx
খেলাগুরুত্বপূর্ণফুটবলহেডলাইন

নতুন রঙে পালতোলা নৌকো, নয়া জার্সি উদ্বোধন এটিকে মোহনবাগানের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নতুন জার্সি উদ্বোধন হলো এটিকে মোহনবাগানের। আইএসএল শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে সব দলই। এরই মধ্যে বড়সড় সুখবর পেল এটিকে–মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আইএসএলের ২০২০–২১ মরশুমের জন্য অ্যাসোসিয়েট স্পনসরের নাম ঘোষণা করল সবুজ–মেরুন শিবির। এই মরশুমে সহযোগী স্পনসর হিসেবে এটিকে–মোহনবাগানের সঙ্গে যুক্ত হচ্ছে এমপি বিড়লা সিমেন্ট।

২০২০–২১ মরশুমের জন্য মুখ্য স্পনসরের নাম দিন কয়েক আগেই ঘোষণা করেছে এটিকে–মোহনবাগান ম্যানেজমেন্ট। আইএসএলের সপ্তম সংস্করণের জন্য মুখ্য স্পনসর হিসেবে সবুজ–মেরুনের সঙ্গে যুক্ত হয়েছে এসবিওটিওপি ডট নেট নামের সংস্থাটি।

Related Articles

Back to top button
Close