এক সপ্তাহের তৃতীয় প্রেসিডেন্ট পেল পেরু

লিমা, সংবাদ সংস্থা: নতুন একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় রাষ্ট্রপ্রধানের দেখা পেল পেরুর জনগণ।
সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তি। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দেবেন ৭৬ বছর বয়সী এই প্রকৌশলী। একজন গবেষক ও লেখক হিসাবে পরিচিত আছেন ফ্রানসিসকো। যিনি এক সময় বিশ্ব ব্যাংকে কর্মরত ছিলেন।
দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইমপিচমেন্টের মুখে পড়ে গত সোমবার প্রেসিডেন্টের পদ হারান মার্টিন ভিজকারা। এরপর কংগ্রেসের প্রাক্তন স্পিকার ম্যানুয়েল মেরিনো অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু, দেশের হাজার হাজার মানুষ পার্লামেন্টে ক্যু ঘটার অভিযোগ তুলে রাজধানী লিমায় রাস্তায় বিক্ষোভ দেখান। তারা প্রেসিডেন্ট মেরিনোকে মেনে নিতে অস্বীকৃতিও জানায়। এই বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে দুই শিক্ষার্থীর নিহত এবং আহত হন বহু। পুলিশি এই নিষ্ঠুরতার প্রতিবাদে রবিবার মেরিনো সরকারের ১২ জন মন্ত্রী পদত্যাগ করেন। এরপর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট মেরিনোও।
প্রসঙ্গত উল্লেখ্য, মহামারী করোনার কারণে পেরুর অর্থনীতিতে ধস নেমে এসেছে। এর মাঝে সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি খারাপ আকার ধারণ করেছে। সর্বত্র তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ।