fbpx
কলকাতাহেডলাইন

বাংলায় রাজনীতিতে নয়া মোড়, তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল, মন্ত্রিত্বও হারালেন পার্থ  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্য-রাজনীতি চাপে শেষ পর্যন্ত অন্তিম সিদ্ধান্তই নিতে বাধ্য হল রাজ্যের শাসক দল। দীর্ঘ টালবাহানা চলছিল। অবশেষে সব পদ থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হল। আপাতত পার্থ সেই পদের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করা হল বলে জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট পাঁচটি পদ থেকে পার্থকে সরানোর কথা জানিয়ে দেন অভিষেক।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব, শৃঙ্খলা রক্ষা কমিটি, সর্বভারতীয় সহ সভাপতি, জাগো বাংলার সম্পাদক, জাতীয় কর্মসমিতির সদস্য সহ সব পদ থেকে অপসারিত হলেন পার্থ। তদন্ত চলাকালীন দল তাঁকে সাসপেন্ড ঘোষণা করল দল। পরবর্তীতে তদন্তের শেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে সসম্মানে তৃণমূলে ফেরার রাস্তা খোলা থাকছে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তদন্ত চলাকালীন এই পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়  অপসারিত বলে জানিয়ে দেন অভিষেক। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তাঁর মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। সরানো হয়েছে তিন দফতর থেকে। পরিষদীয়, শিল্প-বাণিজ্য ও তথ্য-প্রযুক্তি দফতরের মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল পার্থকে।

 

Related Articles

Back to top button
Close