বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের, ৩টি বড় পদের একটিতেও থাকছেন না কোনো শ্বেতাঙ্গ পুরুষ
রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নিয়োগ নিলেন ট্রাস

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর হলেন লিজ ট্রাস। মঙ্গলবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে অবস্থানরত রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে বিধি অনুযায়ী নিয়োগ দিয়েছেন।
বিদায়ি প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে পৃথক বিমানে প্রায় একই সময়ে স্কটল্যান্ডে গিয়ে রানির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। নিরাপত্তার কারণে তারা পৃথকভাবে স্কটল্যান্ড যান বলে জানানো হয়েছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের রানি লন্ডনের বাইরে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন। ৯০ বছরের বেশি বয়সী রানির চলাফেরা এখন সমস্যাপূর্ণ। প্রধানমন্ত্রী নিয়োগ অনুষ্ঠানে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এড়াতেই বিষয়টি স্কটল্যান্ডেই সারার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
মঙ্গলবারই স্থানীয় সময় বিকেলে লিজ ট্রাস লন্ডনে দশ নাম্বার ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা শুরু করবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস দায়িত্ব গ্রহণের দিনই তার বিশ্বস্ত ও আস্থাভাজন কয়েকজনকে মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। বলা হচ্ছে তিনি অত্যন্ত বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর পরের তিনটি বড় পদের একটিতেও থাকছেন না কোনো শ্বেতাঙ্গ পুরুষ। অর্থমন্ত্রী (চ্যান্সেলর), স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। চ্যান্সেলর পদে কোয়াসি কোয়ার্টেং, পররাষ্ট্রমন্ত্রী পদে জেমস ক্লেভারলি, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সুয়েলা ব্র্যাভারম্যান এবং উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন থেরেসি কফি। কনজারভেটিভ দলের নতুন চিফ হুইপ নিযুক্ত হয়েছেন ওয়েন্ডি মর্টন। তিনিই প্রথম নারী যিনি কনজারভেটিভ সরকারে এ দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়া জেমস ক্লেভারলি এর আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং পরে ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি সম্প্রতি বরিস জনসনের অধীনে শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এর আগে বরিস জনসনের অধীনে ব্যবসা বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি নতুন ধরনের জ্বালানি, বিশেষ করে পারমাণবিক শক্তির সোচ্চার সমর্থক ছিলেন।
কোয়ার্টেং নামী ইটন স্কুল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি লিজ ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত।
কোয়ার্টেংয়ের প্রথম বড় চ্যালেঞ্জ হবে ট্রাসের প্রতিশ্রুত ‘মিনি-বাজেট’ এবং জ্বালানি বিলের ক্ষেত্রে সহায়তা করা। একের পর এক পদত্যাগ ও ছাঁটাইয়ের মধ্যে বেন ওয়ালেস প্রতিরক্ষামন্ত্রী পদে বহাল রয়েছেন। ইউক্রেনে যুদ্ধের বিষয়ে ভূমিকার জন্য প্রশংসা কুড়িয়েছেন ওয়ালেস। বিচারমন্ত্রী হয়েছেন ব্র্যান্ডন লুইস। তিনি ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হলেন।