fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তখনও ভোরের আলো ফোটেনি, আধো-আলো-ছায়াতেই জঙ্গল আলো করে এল ছোট্ট যুবরাজ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তখনও সূর্যের আলো সে ভাবে জঙ্গলের মধ্যে প্রবেশ করেনি। কিন্তু তাতে কী! জঙ্গল ততক্ষণে খুশির আলোয় ঝলমল করছে। দিয়েছে রবিবারের ভোরে রবির প্রথম কিরনের সঙ্গেই আলো জ্বেলে দিলেন যুবরাজ।

গরুমারায় কিরণরাজ এবং মোতিরানির কোল জুড়ে এসেছে ছোট্ট ফুটফুটে ছেলে যুবরাজ। হস্তিশাবক বলে কথা! সদ্যোজাত হলে কী হবে! ফলে জন্মের কিছুক্ষণের মধ্যে অল্প অল্প করে হাঁটতে শুরু করে যুবরাজ। তা দেখে খুশিতে ডগমগ বনকর্তা থেকে বনকর্মী সবাই। সে কথা স্বীকারও করে নিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সত্যিই খুব আনন্দের খবর। যুবরাজকে নিয়ে এ রাজ্যে হাতির সংখ্যা দাঁড়াল ১১১। বনমন্ত্রী বলেন, “এ ধরনের হাতি আমাদের খুব সাহায্য করে। ওরা একদিকে যেমন পর্যটনে সাহায্য করে তেমনই সাহায্য করে নিরাপত্তায়। আবার টহলদারি দেওয়ার ব্যাপারেও হাতি খুবই উপযোগী। আর হাতি সব সময়েই সুন্দর। তাই হাতি জন্মালে একটা খুশির হাওয়া আসে বৈকি!”

 

Related Articles

Back to top button
Close