আগামী ডিসেম্বরেই প্রাথমিকে টেট, বড়সড় ঘোষণা পর্ষদের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই এবার টেট পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করল পর্ষদ। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকে টেট। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
পর্ষদের সভাপতি এখন গৌতম পাল। সঙ্গে ১১ জনের একটি অ্যাডহক কমিটি। নয়া সভাপতি ঘোষণা করেছিলেন, ‘এবার থেকে প্রতিবছর টেট হবে। নির্দিষ্ট সময়ে টেট হবে। মেরিট লিস্ট বেরোবে। কোনও অভিযোগ থাকবে না’।
এরপর যখন প্রথমবার বৈঠকে বসেন অ্যাডহক কমিটির সদস্যরা, তখন সিদ্ধান্ত নেওয়া হয়, পুজোর পর ফের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। কারা আবেদন করতে পারবেন? এখনও পর্যন্ত যাঁরা টেটে পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে। শুধু তাই নয়, এবছর নতুন চাকরিপ্রার্থীদের জন্য টেটও নেওয়া হবে।
এদিন নয়া পর্ষদ সভাপতি গৌতম পালের নেতৃত্বে বৈঠকে বসেন অ্যাডহক কমিটির সদস্যরা। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসেম্বরের মধ্যেই টেট হবে। তবে, অন্য রাজ্য ও সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলি কবে হবে, সেটা আগে জেনে নিতে চান পর্ষদ কর্তারা।
এই নিয়োগসংক্রান্ত একটি পোর্টালও থাকবে পর্ষদের তরফে। ১১ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। পর্ষদ সভাপতি এদিন বলেন, ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ হাজারের বেশি শূন্যস্থান আছে। সেই শূন্যপদের যোগ্য তাঁরাই, যাঁরা টেট পাশ করে গিয়েছেন। একই সঙ্গে ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ এবং এখন যাঁরা আন্দোলন করছেন তাঁরা এখানে আবেদনের যোগ্য।