fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

১০ দফা দাবিতে বারাসাত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল NFITU

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পরিযায়ী শ্রমিক দের সরকারিভাবে নাম নথিভুক্ত করতে হবে,  পরিযায়ী শ্রমিক দের রাজ্য সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে,  চট শিল্পসহ অবিলম্বে সমস্ত কল কারখানা চালু করতে হবে, সমকাজে সমবেতন সহ ৯ দফা দাবিতে ‘ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ‘(NFITU) পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়l

[আরও পড়ুন- পরীক্ষা পদ্ধতি সরলীকরণের দাবি এবিভিপির]

তাদের দাবি, দেশ বা রাজ্য গঠনে যারা মূল কারিগর তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। সেই কারণেই ৯ দফা দাবিতে শ্রমিকদের জন্য সুবিচার চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে তারাl বারাসাত জেলাশাসক দফতর সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত শ্রমিক কর্মচারীদের বেঁচে থাকার ন্যূনতম স্বীকৃতি আদায়সহ ১০ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় NFITU.

 

 

Related Articles

Back to top button
Close