স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবি নিয়ে ডেবরা গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ NHM কর্মীদের

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: এন.এইচ.এম কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে ডেবরা গ্রামীণ হাসপাতালের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন NHM কর্মীরা। কাজে কোনরকম ব্যাঘাত না ঘটিয়ে মধ্যাহ্নভোজের সময় বিক্ষোভে শামিল হল এই কর্মীরা।
এক (এন.এইচ.এম) কর্মী জানান “অনেকদিন ধরে NHM পদে নতুন করে কোনো নিয়োগ করা হচ্ছে না, অবিলম্বে এই এন.এইচ.এম কর্মী শূন্যপদে নিয়োগ করতে হবে। আমাদের ন্যূনতম বেতন দেয়া হয় না,বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের ব্যাপারে একটু মানবিক সহকারে ভাবা হোক,কাজ ও যোগ্যতার ভিত্তিতে বর্তমানে আমরা যে বেতন পায় তা দিয়ে সংসার চলে না। তাই বেতন বৃদ্ধি করা হোক।”
এদিন NHM কর্মীরা ডেবরা গ্রামীণ হাসপাতালের সামনে ব্যানার হাতে নিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তাদের এই সকল দাবী দাওয়া পূরণের দাবী জানিয়ে ডেবরার বি এম ও এইচ-এর কাছে একটি ডেপুটেশন জমা দেয়।