fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার চিকিৎসক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনআইএ-র জালে জড়িয়ে পড়লেন এক চিকিৎসক। বেঙ্গালুরুর বাসিন্দা ওই চিকিৎসকের নাম আবদুর রহমান। জানা গিয়েছে যে, আবদুর রহমান চক্ষু বিশেষজ্ঞ। তিনি বেঙ্গালুরুর এমএস রামাইয়া মেডিক্যাল কলেজে কর্মরত। এনআইএ সুত্রের খবর, তিনি আইএস জঙ্গিদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করছিলেন। সেই অ্যাপের মাধ্যমে আইএস জঙ্গিরা বিভিন্ন তথ্য সরবরাহ করত। গোপন সূত্রে খবর পেয়ে গত তাঁকে গ্রেফতার করে এনআইএ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে যে, পুলিশের কাছে স্বীকারোক্তিও দিয়েছে সে।

[আরও পড়ুন- কাশ্মীরে বিজেপি নেতা হত্যাকারী জঙ্গি খতম]

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই চিকিৎসক একাধিকবার সিরিয়া ভ্রমণ করেছেন। মূলত সেখানকার জঙ্গিদের চিকিৎসার জন্য একাধিকবার সিরিয়া ভ্রমণ করেছেন তিনি। প্রসঙ্গত, গত মার্চ মাসে আইএস জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি থেকে কাশ্মীরের বাসিন্দা শামি ওয়ানি ও তাঁর স্ত্রী হিনা বসির বেগকে গ্রেফতার করে এনআইএ। এরপর আবদুল্লা বসিত নামে এক জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। এই তিনজনকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করে এই চিকিৎসক রহমানের খোঁজ পাওয়া যায়।

 

 

Related Articles

Back to top button
Close