পুরোনো মামলা নিয়ে ছত্রধর মাহাতোকে জেরা করল NIA

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো ২টি মামলায় শুক্রবার জেরা করল NIA. সূত্রের খবর, এক সিপিএম নেতাকে অপহরণ ও খুনের মামলায় তাঁকে জেরা করেন গোয়েন্দারা।
সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর গত জুলাইয়ে ছত্রধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে জঙ্গলমহলে তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার তাঁকে শালবনি CRPF ক্যাম্পে জেরা করেন NIA-র আধিকারিকরা।
জেরার মুখোমুখি হওয়ার আগে ছত্রধর বলেন, ‘NIA আধিকারিকদের সঙ্গে দেখা করতে আমাকে ঝাড়গ্রাম থেকে শালবনি যেতে হবে। তারা আমাকে ১১ বছরের পুরনো মামলায় তলব করেছেন। এর আগে আমাকে কলকাতায় তলব করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেখানে যেতে পারিনি। আমি তদন্তকারীদের সাহায্য করব।’
সঙ্গে তাঁর দাবি, ‘এক দশকের পুরনো ভুয়ো মামলায় তলব করে বিজেপি বুঝিয়ে দিল, আমাকে হেনস্থা করতে NIA-কে ব্যবহার করছে তারা। তা সত্বেও আমি সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা চালিয়ে যাব।’