ইজরাইলের সঙ্গে গোপন সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনায় নাইজার

জেরুজালেম: পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইজরাইলের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে নাইজার। আর এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন এবং সুদানকে অনুসরণ করে। শুক্রবার এক প্রতিবেদনে হিব্রু দৈনিক ‘ইয়েদিওত অহরোনোথ’ জানিয়েছে, ‘ইজরাইলের বিদেশ মন্ত্রকে এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। আর এব্যাপারে, নাইজারের সরকারকে উৎসাহিত করছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।’
অহরোনোথ-এর প্রতিবেদনে প্রকাশ, ‘ইজরাইলের বিদেশ মন্ত্রক মনে করছে, যদি নাইজারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বাজুম আগামী ২৭ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে ইজরাইল এবং নাইজারের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে।’
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ‘শান্তি’ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরাইন। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং আরব লিগের নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে ফিলিস্তিন, তুরস্ক, তিউনিশিয়া এবং ইরান। আর সৌদি আরব জানায়, তারা আরব লিগের পুরোনো শর্ত মোতাবেক ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। কিন্তু, পরতপক্ষে দেখা গেছে এবিষয়ে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে মতবিরোধ দেখা গেছে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের। আর, তা পরিষ্কার হচ্ছে ইজরায়েল-নাইজার সম্পর্কের ক্ষেত্রে।