গুরুত্বপূর্ণদেশহেডলাইন
কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত উপত্যকা। পর পর গুলির লড়াইয়ে কাঁপছে কাশ্মীর। শুক্রবার এক জঙ্গির মৃত্যুর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বড়সড় সাফল্য পেল সেনা জওয়ানরা। সেনা-জঙ্গি গুলির নিকেশ হল ৩ জঙ্গি।
শনিবার সকালে গুলির আওয়াজে কেঁপে উঠল কাশ্মীরের দক্ষিণ সোপিয়ান অমশিপোরা গ্রাম। গুলি বিনিময় চলার সময় এনকাউন্টারে নিকেশ হয় তিন জঙ্গি। তিনজনই হিজবুল মুজাহিদিন জঙ্গির সক্রিয় সদস্য বলে জানা গেছে। গোপন সূত্রে জঙ্গিদের খবর পেয়ে সিআরপিএফ ওই অঞ্চল ঘিরে ফেলে। দু পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এর পরেই তিন জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়।