“নির্মল ঘোষকে গ্রেফতার করা হোক’’, ব্যারাকপুরে বিজেপি নেতা খুনে মন্তব্য রীতেশ তেওয়ারির

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ মনীষ শুক্লা। খুনের পরিপ্রেক্ষিতে বিধান সভার চিফ হুইপ তথা তৃণমূল নেতা নির্মল ঘোষ সোমবার সকালে বলেন, ক্রিমিনাল ক্রিমিনালকে খুন করেছে। এতে তৃণমূলের কোন যোগ নেই। এই প্রসঙ্গে বিজেপি নেতা রীতেশ তেওয়ারি বলেন, উনি যখন জানেন কারা খুন করেছে। তাহলে উনি পুলিশের কাছে নাম বলে দিচ্ছেন না কেন। যদি নাম না বলেন তাহলে পুলিশের উচিত নির্মল ঘোষকে গ্রেফতার করা। সোমবার বিজেপির রাজ্য জুড়ে আমফান দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে BDO অফিস অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে উত্তর ২৪ পরগণার গাইঘাটা বিডিও অফিসের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রীতেশ তেওয়ারি।
[আরও পড়ুন- উধাও অনেক সিসিটিভি ফুটেজ, বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে উঠছে একাধিক প্রশ্ন]
অন্যদিকে সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁ বিডিও অফিসের অবস্থান বিক্ষোভে সামিল হন জয়প্রকাশ মজুমদার। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি তোলেন যে, সারা রাজ্যের আমফান দুর্নীতিতে তদন্ত হওয়া দরকার। তৃণমূল পরিচালিত অঞ্চলগুলিতে প্রচুর দুর্নীতি হয়েছে। ব্যারাকপুর প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে আইন-শৃংখলা বলতে কিছুই নেই, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার, এদিনের এই মঞ্চ থেকে তিনি তৃণমূলকে চাল চোর, ত্রাণ চোর বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন যে, তৃণমূল এখন আলু চুরির টাকা দিয়ে নির্বাচনে লড়বেন।