
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা থাবা বসিয়ে চলেছে রাজ্যে নেতা-মন্ত্রীদের শরীরে। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের এক হেভিওয়েট নেতা, শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। শনিবার রাত দশটা নাগাদ তাকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়। জানা গিয়েছে, মন্ত্রী শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও অল্প জ্বর ও সেইসঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী।
আরও পড়ুন:মাঝ আকাশে কপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। বর্তমানে প্রত্যেকেই বর্তমানে সুস্থ।