fbpx
দেশহেডলাইন

৪০ বছরে এই প্রথম দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ, নির্মলাকে কটাক্ষ রাহুলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্তমানে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ, দেশের বর্তমান অর্থমন্ত্রী অসত্যাগ্রহী’, সেজন্যই নিজের কৃতকর্মের জন্য ঈশ্বরকে দায়ী করছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বেনজির কটাক্ষে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে আক্রমণ রাহুল গান্ধী বলেন, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। বর্তমানে দেশের অর্থনীতির হাল ‘করুণ’ বলে মনে করেন রাহুল। দিন কয়েক আগেই করোনা পরিস্থিতি এবং ভারত চিন সীমান্ত নিয়ে কয়েকটি ভিডিওর মাধ্যমে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে দেখা গিয়েছিল রাহুলকে। সেই ভিডিও সিরিজে এবার নতুন সংযোজন হয়েছে অর্থনীতি। সোমবার থেকে নিজের নতুন ভিডিও সিরিজ ‘অর্থব্যবস্থা কি বাত’ শুরু করলেন রাহুল। প্রথম দিনের পৌনে ৪ মিনিটের ভিডিওতেই সরকারকে রীতিমতো তুলোধোনা করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে রাহুলের অভিযোগ, ”রীতিমতো পরিকল্পনা করেই অসংগঠিত ক্ষেত্রকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের কৃষক, শ্রমিক প্রত্যেককেই নিদারুণ যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে।” করোনা পরিস্থিতি দেশে বিপজ্জনক রূপ নেওয়ার শুরু থেকেই কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।
করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ বলে শুরু থেকেই তোপ দেগে আসছেন রাহুল। সংক্রমণ ছড়িয়ে পড়া

রুখতে মার্চ মাসে গোটা দেশে লকডাউন জারি করে দেয় কেন্দ্রীয় সরকার। রাহুলের অভিযোগ, কেন্দ্রের পরিকল্পনাহীন লকডাউনের জেরে গোটা দেশের অর্থনীতির করুণ দশা। তাঁর অভিযোগ, “গত ৬ বছরে মোদি সরকার নিয়মিতভাবে অসংগঠিত ক্ষেত্রের উপর আক্রমণ শানিয়ে যাচ্ছে। সরকার দেশের গরিব মানুষকে নিজের গোলাম তৈরি করতে চায়।”বর্তমানে দেশের অর্থব্যবস্থা নিদারুণ সংকটে পড়েছে বলে মনে করেন রাহুল গান্ধী। এব্যাপারে যাবতীয় দায় তিনি কেন্দ্রীয় সরকারের উপরেই চাপিয়েছেন।

আরও পড়ুন: মহরমে পাকিস্তানের পতাকা উড়ল বাড়ির ছাদে, গ্রেফতার বাড়ির মালিক

কেন্দ্রকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ”সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। গত ৪০ বছরে এমন সংকট এই প্রথম।” দেশের অর্থনৈতিক ক্ষেত্রের মন্দা প্রসঙ্গে বলতে গিয়ে ইউপিএ আমলের তুলনা টানেন রাহুল। তিনি বলেন, ”২০০৮ সালে গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা নেমে এসেছিল। আমেরিকা, চিন, রাশিয়া-সহ বিশ্বের একাধিক দেশে মন্দার জেরে সংকট তৈরি হয়। কিন্তু সেই সময়ে আমেরিকা, রাশিয়া সবাই প্রভাবিত হয়েছিল। কিন্তু সেই সময়ে ভারতে সমস্যা হয়নি।”

Related Articles

Back to top button
Close