আজ শপথগ্রহণ, বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতীশ কুমার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ বিহারের ঐতিহাসিক ক্ষণ। বিহারের মসনদে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতীশ কুমার। এই নিয়ে চার বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তিনি। সোমবার সকালেই শপথগ্রহণ অনুষ্ঠান। নিজের বাড়ির পাশেই রাজভবনের মাঠ। সেখানেই শপথ গ্রহণের অনুষ্ঠান। তারকিশোর প্রসাদকে বিহার বিধানসভার বিজেপির দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাতে ২২ জন সদস্য থাকবেন বিজেপি থেকে। অন্যদিকে নীতীশের জেডিইউ থেকে থাকবেন ১২ জন। হাম ও ভিআইপি থেকে থাকবেন একজন করে সদস্য। তবে এখনও উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা অব্যাহত। উঠে আসছে তারকিশোর প্রসাদের নাম।
২০০০ সালের মার্চ মাসে, বাজপেয়ী সরকারের নির্দেশে নীতীশ প্রথমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার থেকে তার মুখ্যমন্ত্রী আসনে তাঁর ইনিংস অব্যাহত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তার দল দুর্বলভাবে সাফল্যের একদিন পর, ১৭ মে, বিহার রাজ্যপালের কাছে নীতীশ কুমার তার পদত্যাগ জমা দিয়েছিলেন। বিগত নির্বাচনের ২০ টি আসনের বিপরীতে মাত্র ২ টি আসন জিতেছিল। নির্বাচনে তার দলের খারাপ পারফরম্যান্সের নৈতিক দায়িত্ব গ্রহণ করে নীতীশ কুমার পদত্যাগ করেছিলেনস। জিতন রাম মাঞ্জি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ইথিওপিয়ায় চলন্ত বাসে অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকধারীদের হামলা কেড়ে নিল ৩৪ জনের প্রাণ
নীতীশ কুমার ফের ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর গদিতে বসেন। উপ–মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চাপানো হলে নীতীশ কুমার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য বলেছিলেন। আরজেডি তা করতে অস্বীকার করেছিল এবং তাই নীতীশ কুমার ২৬ জুলাই ২০১৭ সালে পদত্যাগ করেছিলেন। এভাবে মহাজোটের অবসান ঘটল। তিনি প্রধান বিরোধী দল এনডিএ–তে যোগ দেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই আবার ক্ষমতায় আসেন।