fbpx
দেশহেডলাইন

সকল জল্পনার অবসান ঘটিয়ে ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার, সোমবার নেবেন শপথ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সকল জল্পনার অবসান ঘটিয়ে ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। এবার মাত্র ৪৩ আসন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। জানা গিয়েছে, পাটনায় এনডিএ শরিকদের বৈঠকে নীতীশের নামে সিলমোহর দেওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই নিয়ে নীতিশ কুমার সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। সোমবার তিনি শপথ নেবেন, জানিয়েছেন নীতিশ কুমার।

তবে এই প্রথমবার সংযুক্ত জনতা দল বিজেপি ও আরজেডির চেয়ে কম আসন পেয়েছে। আরজেডি পেয়েছে ৭৫, বিজেপি ৭৪। তিনদফায় হওয়া নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ১০ নভেম্বর। ২৪৩ বিধায়ক বিশিষ্ট বিধানসভায় ১২৫ আসন পেয়েছে এনডিএ। দুই ছোটো শরিক হ্যাম ও ভিআইপি পেয়েছে চারটি আসন করে।

ভোটের আগেই অমিত শাহ ও জেপি নড্ডা বলে দিয়েছিলেন যে আসন সংখ্যা যাই হোক না কেন, ভোটে জিতলে মুখ্যমন্ত্রী নীতিশ। মুখ্যমন্ত্রী যে নীতিশ হবেন, সেটা সাফ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদিও।

Related Articles

Back to top button
Close