গুরুত্বপূর্ণদেশহেডলাইন
অবসর নেব কখনও বলিনি, এটা সংবাদমাধ্যমের ভুল ব্যাখ্যা: নীতীশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তিনি মোটেও দাম্ভিক নন। একবারের জন্যও বলেননি এবার রাজনীতি থেকে অবসর নেবেন। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এমনটাই দাবি করলেন নীতীশ কুমার। ভোটের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন নীতীশ। তাঁদের প্রশ্নের জবাবে নীতীশ বলেন, ‘আমি কখনও অবসরের কথা বলিনি। শেষ বৈঠকে আমি বলেছিলাম, সব ভালো যার শেষ ভালো। এটাই সব সময় বলে এসেছি। প্রতিটি ভাষণ শুনলে আপনারা সব কিছু পরিষ্কার করে বুঝতে পারবেন।’ প্রসঙ্গত, তৃতীয় দফার ভোটের আগে পুর্নিয়া জেলার দমদহায় একটি নির্বাচনী প্রচারে নীতীশ বলেছিলেন, ‘এটাই আমার শেষ ভোট। সব ভালো যার শেষ ভালো।’ কিন্তু বৃহস্পতিবার তিনি দাবি করেন, তাঁর ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম। তিনি অবসরের প্রসঙ্গ তোলেননি।