fbpx
দেশহেডলাইন

‘নিভার’ ঘূর্ণিঝড়ের দাপটে মৃত ৩, তামিলনাড়ু, পুদুচেরিতে চলছে ঝড় বৃষ্টির দাপট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস অনুযায়ী বিধ্বংসী রূপ নিয়ে পুদুচেরির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার। এই  ঘূর্ণিঝড় নিভারের জেরে বলি হল ৩ জনের।  জানা গিয়েছে, তামিলনাড়ুতে গাছ পড়ে মৃত্যু হল তিনজনের।

এ বিষয়ে কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের তরফে ঝড়ের গতিবিধি নিয়ে রাত ৩টে ৪৫ মিনিটে বুলেটিন প্রকাশ করা হয়েছে। আর তাতে বলা হয়েছে রাত ২টো ৩০ মিনিট নাগাদ পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সপাটে ধাক্কা মারে নিভার। তার ঝাপটা লেগেছে তামিলনাড়ুর উপকূলেও।

এ দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোর-সহ বিভিন্ন এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিভারের দাপটে বৃষ্টির তেজ আরও বেড়েছে। সঙ্গী ঝড়ও।

নিভার নিয়ে কেন্দ্রীয় আবহবি়জ্ঞান বিভাগের বৃহস্পতিবার জানানো হয়েছে নিভার এখন তামিলনাড়ুর উত্তর উপকূলে পুদুচেরি থেকে ৬০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ কমে হয়েছে প্রতি ঘণ্টায় ৮৫-৯৫ কিলোমিটার।

ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আগামী ৩ ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Related Articles

Back to top button
Close