fbpx
দেশহেডলাইন

নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেয়নি, দাবি পূর্ব রেলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলে কর্মী নিয়োগ নিয়ে পূর্ব রেল কোনও বিজ্ঞাপন দেয়নি। শনিবার একটি হিন্দি দৈনিকের ভাগলপুর সংস্করণে রেলে নিয়োগ সংক্রান্ত বিঞ্জাপনটি প্রকাশিত হয়। রবিবার বিঞ্জপ্তি প্রকাশ করে পূর্ব রেল জানিয়েছে এই ধরনের নিয়োগ সংক্রান্ত কোন বিঞ্জাপন দেওয়া হয়নি।

আরও পড়ুন: Air India crash: অসামঞ্জস্য উচ্চতা, ল্যান্ডিংয়ে অস্বাভাবিক গতি, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস? উঠে আসছে একাধিক প্রশ্ন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে , পূর্ব রেলের কর্মী নিয়োগ হয় কেবলমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( আর আর বি) ও রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ( আর আরসি) মাধ্যমে যা এই দুই সংস্থার ওয়েবসাইটে বিঞ্জাপিত হয়।
পূর্ব রেলের তরফে নিয়োগ সংক্রান্ত কোন বিঞ্জাপন প্রকাশ করার আগে পূর্ব রেলের জনসংযোগ বিভাগের মুখ্য জনসংযোগ অধিকর্তার দফতরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ফোন নম্বর ০৩৩- ২২৪৮৪৫৭৮। চাকরি প্রার্থীদের রেলের চাকরির বিষয়ে আরআরবি, আরআরসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনের উপর নির্ভর করতে অনুরোধ করা হচ্ছে।

Related Articles

Back to top button
Close