‘দলে থেকে ব্ল্যাকমেলিং করা যাবেনা’, রাজীবকে হুঁশিয়ারি অরূপের

মনোজ চক্রবর্তী, হাওড়া: ‘দলে থেকে ব্ল্যাকমেলিং করা যাবেনা’। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর তার নাম না করে কড়া ভাষায় সমালোচনা করলেন মন্ত্রীসভার আরও এক সদস্য অরূপ রায়। তিনি রাজীবের নাম না করে কটাক্ষ করে বলেন চালুনি আবার ছুঁচের বিচার করে। মন্ত্রী আরও বলেন যে, চোরের মায়ের বড় গলা বলেও কটাক্ষ করেন তিনি।সম্প্রতি রাজীব বলেছিল যে দলে গুরুত্ব পাচ্ছেন না। এপ্রসঙ্গে অরূপ বলেন, দলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা কাজ করছেন নিঃস্বার্থভাবে।তারা মন্ত্রী নন বিধায়কও নন।কিন্তু একজন দলের জন্য কিছু ত্যাগ না করে শুধু নিতে এসেছে তাদের মুখে এসব কথা শোভা পায়না”। উল্লেখ্য, গতকাল শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন বনমন্ত্রী তথা হাওড়া ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিরুদ্ধেই মন্তব্য করেন। এমনকী শুভেন্দ অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে বলেও জানিয়েছিলেন রাজীব। ক্ষমতালোভীরা দলে গুরুত্বপূর্ণ জায়গা পেলেও ভাল কাজ করা সত্বেও গুরুত্ব পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজীব। এরপরেই রাজীবের উক্তিকে কেন্দ্র করে নতুন জল্পনা শুরু হয় রাজ্য রাজনৈতিক মহলে। হাওড়া জেলা সদরে এই দুই মন্ত্রীর লড়াই এখন প্রকাশ্যে তা অরুপ রায়ের মন্তব্য থেকেই স্পষ্ট হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা