শিল্প নেই, চাকরি নেই, দুর্গাপুরে চপ ভেজে, রাস্তা মদ ঢেলে প্রতিবাদ বিজেপির

জয়দেব লাহা, দুর্গাপুর: ‘শিল্প নেই, বেকারদের চাকরী নেই। খাব কি?’ এই শ্লো-গানকে সামনে রেখে অভিনব প্রতিবাদে নামল বিজেপির যুব মোর্চা। যুবকর্মীরা চপ ভেজে, মহিলারা রাস্তায় মদ ঢেলে প্রতিবাদে সোচ্চার হল বিজেপির দুর্গাপুর (পুর্ব) ৩ নং মন্ডল যুব-মোর্চা। এদিন দুর্গাপুর এমএএমসি বি-ওয়ান মোড় এলাকায় বেকারদের কাজের দাবীতে প্রতিবাদ সভা করে বিজেপির যুব মোর্চা। সেখানেই চপ তৈরী ও বিলির স্টলও করে। রীতিমতো হাতা, খুন্তি নিয়ে স্টোভ জ্বালিয়ে চপ ভাজা শুরু করে। আবার ওই চপ সাধারন মানুষকে বিলি করে। একইসঙ্গে রাজ্যে মদ বিক্রি নিয়ন্ত্রন না করে দাম কমানোয় প্রতিবাদ সরব হয় মহিলারা। এদিন রাস্তায় মদ ঢেলে অভিনব প্রতিবাদে সরব হয়।
বিজেপির মহিলা কর্মীরা বলেন,” মদ বিক্রি বন্ধ করা উচিত। সেসব না করে রাজ্যের তৃণমূল সরকার জলের দাম করছে মদের। লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছে। সংসারে অনটন নেমে এসেছে। রাজ্য সরকারের উচিত গরীব পরিবারে শিশুদের দুধের প্যাকেট বিলি করা। তার বদলে ২০ টাকার মদের প্যাকেট তৈরী করেছে রাজ্য। এভাবে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” আবার বিজেপির দুর্গাপুর (পুর্ব) ৩ নং মন্ডলের যুব-মোর্চার সভাপতি তরুন দাস বলেন,” শিল্পনগরীতে সিন্ডিকেট আর তোলাবাজির দাপটে বেসরকারী শিল্প পাততড়ি গুটিয়ে পালাচ্ছে। রাজ্য সরকারের অসহযোগিতায় রাষ্ট্রায়ত্ত ফার্টিলাইজার কারখানার পুনরুজ্জীবন থমকে। রাজ্যে নতুন শিল্পের দেখা নেই। বেকারদের কর্মসংস্থান নেই। তাই চপ ভেজে প্রতিবাদ।”