fbpx
দেশহেডলাইন

করোনা সন্দেহে মৃত ব্যক্তির দেহ ছুঁলো না কেউ, সাইকেলে করে পাঠানো হল সৎকারে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে তীব্রভাবে গ্ৰাস করেছে করোনা আতঙ্ক। যার ফলে করোনা যোদ্ধাদেরদেরও অনেক সময় মানুষের তোপে পড়তে হচ্ছে। আর করোনা রোগী ও তার পরিবারকে একপ্রকার সামাজিকভাবে অচ্ছুত বানিয়ে ফেলছেন পাড়া প্রতিবেশীরা৷ সরকারি নানা প্রচারেও এই আতঙ্ক দূর করা যাচ্ছে না৷ যার ফলস্বরূপ করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির দেহ সাইকেলে বেঁধে পাঠানো হল সৎকারের জন্য৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভির এমকে হুব্বালি গ্রামের৷

সূত্রের খবর, কিছুদিন ধরেই গ্রামের এক ব্যক্তি ভুগছিলেন জ্বরে৷ তাই স্থানীয় বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ কিন্তু ভর্তি থাকাকালীন তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়৷ তখনই সেই বেসরকারি হাসপাতাল থেকে তাকে করোনা চিকিৎসার জন্য নথিভুক্ত সরকারি হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়৷ যদিও সরকারি হাসপাতালে পাঠানোর আগে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে৷ বাড়িতেই তার মৃত্যু হয়৷ তিনি করোনা আক্রান্ত হয়েছেন, এমনই সন্দেহ করা হয়েছিল৷ ফলে বাড়ির লোক খবর দেন স্থানীয় স্থাস্থ্যকেন্দ্রে৷ স্থাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়৷ তবে কেউ এগিয়ে আসেনি৷ স্থাস্থ্যকেন্দ্র থেকে কোনও সাড়াও মেলেনি৷ ফলে আসেনি অ্যাম্বুলেন্সও৷

এমন পরিস্থিতিতে সৎকারের জন্য দেহ পাঠাতে কোনও গাড়িও মেলেনি৷ কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত পরিবারের কাছে থাকা সাইকেলে বেঁধেই শ্মশানে নিয়ে যাওয়া হয় মরদেহ৷ সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল৷ কিন্তু পরিবারের কাছে আর কোনও রাস্তা ছিল না৷ তাই প্রচণ্ড বৃষ্টিতে সাইকেলে দেহ নিয়ে শেষযাত্রা হল ওই ব্যক্তির৷

Related Articles

Back to top button
Close