fbpx
আমেরিকাহেডলাইন

ট্রাম্পের মাধ্যমে করোনা সংক্রমণের কোনও ঝুঁকি নেই, দাবি হোয়াইট হাউসের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে অন্য কারো দেহে করোনা সংক্রমণের ঝুঁকি নেই বলে দাবি করেছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বৃহস্পতিবারের পর এটাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার কথা জানালেন চিকিৎসক সিন কনলি।

প্রসঙ্গত এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তিন দিন হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফিরে আসেন। কিন্তু হাসপাতাল ছেড়ে চলে আসার পরেও তার মাধ্যমে করোনাভাইরাস অন্যদের দেহে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

আরও পড়ুন: শহরে ফিরছে ‘ ডাবল ডেকার’, আজ হুড খোলা দোতলা বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

তবে এই আশঙ্কা থেকে এবার স্বস্তির ইঙ্গিত দিয়েছেন তার চিকিৎসক ‌সিন কনলি। যদিও এই ডাক্তার স্পষ্ট করে জানাননি, ট্রাম্পের পরীক্ষার রিপোর্ট আদৌ নেগেটিভ এসেছে কিনা। এদিকে আবার সপ্তাহ তিনেক পরে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বর ভোটের দিন ধার্য করা আছে। এবারেও প্রার্থী হয়ে লড়ছেন ট্রাম্প। ভোটের কয়েকদিন আগে তিনি এই ভাবে করোনায় আক্রান্ত হয়ে পড়ায় তার বিড়ম্বনা বেড়েছে তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button
Close