মহামারী শেষ না হওয়ার প্রতিজ্ঞা নিয়ে ছয় মাস ধরে খালি পায়ে ঘুরছেন বিজেপির এই প্রাক্তন বিধায়ক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা রোধ করার প্রতিজ্ঞা করে বিজেপির এক নেতা ছয় মাস ধরে খালি পায়ে ঘুরছেন। বিহারের সাসারাম এর বিজেপির প্রাক্তন বিধায়ক ৬৫ বছর বয়সী জওহর প্রসাদ বিগত ছয় মাস ধরে জুতো এবং চটি পরছেন না। ইনি সংকল্প নিয়েছেন যে, যতদিন না এই মহামারী দেশ ছেড়ে যাচ্ছে, ততদিন তিনি জুতো-চপ্পল পরবেন না।
বিহারের সাসারাম এলাকার মানুষরা জানিয়েছেন যে, জুতো না পরার কারণে প্রাক্তন বিধায়ক অনেকবার আহত হয়েছেন। ক্ষত, বিক্ষত হয়েছে তাঁর পা। কিন্তু ওনার দৃঢ় সংকল্প এই যে, যতদিন না দেশ থেকে করোনা দূর হচ্ছে ততদিন আমি জুতো পরব না। জ্যৈষ্ঠ মাসের গরমেও উনি খালি পায়ে হেঁটেছেন।
জানা গিয়েছে যে, গত মার্চ মাসেই উনি নিজের পা থেকে চপ্পল খুলে ফেলেন। এমনকি কোন অনুষ্ঠানে গেলেও তিনি খালি পায়েই যান।
উল্লেখ্য, সাসারাম থেকে পাঁচবার বিধায়ক ছিলেন জওহর প্রসাদ। আসন্ন বিহারে নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চলছে। আর এরমধ্যেও তিনি সেই খালি পায়েই কাজ করে চলেছেন।
অন্যদিকে, বিরোধীরা কটাক্ষ করেছেন জওহর প্রসাদকে। কিন্তু বিরোধীদের সমস্ত কটাক্ষকে নস্যাৎ করে জওহর প্রসাদ জানিয়েছেন যে, এটা তাঁর সংকল্প।