পশ্চিমবঙ্গহেডলাইন
প্রকাশ্যে খৈনি, গুটকা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি পুরুলিয়া জেলা প্রশাসনের
সাথী প্রামানিক, পুরুলিয়া: প্রকাশ্যে খৈনি গুটকা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল পুরুলিয়া জেলা প্রশাসন। আইন ভঙ্গকারীদের আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এই মর্মে আজ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া কোভিড-১৯ আবহে বিয়ে বাড়ি ছাড়াও কোনরকম সামাজিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন ধর্মশালা বা লজ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আগাম অনুমতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপরোক্ত দুটি ক্ষেত্রেই কড়া নজর রাখবে প্রশাসন। এ ব্যাপারে জেলা শাসক রাহুল মজুমদার জানান, ‘সরকারি নির্দেশিকা যাতে লাগু হয় সেই ব্যাপারটি নজর রাখা হবে। কোভিড-১৯ সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশ রূপায়ণ করতে সবাইকে সহযোগিতা কামনা করছি।’