fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

হাথরাসের ঘটনায় CBI’র উপর ভরসা নেই: প্রদীপ

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: সিবিআই রিপোর্ট যে নির্যাতিতার পক্ষে আর যোগী আদিত্যনাথ এর বিপক্ষে যাবে এমন মনে করার কিছু নেই। তোপ দাগলেন কংগ্রেস রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্য। সোমবার বিধান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘সিবিআই শুধু তোতা পাখি নয়, এই এনডিএ সরকারের একেবারে মুরগি পোষা। সুতরাং সিবিআই নতুন কিছু করবেনা। ভারতের প্রধানমন্ত্রী যা বলবে তাতেই সমর্থন করবে। তাই সিবিআই তদন্তের পর আমাদের কোন বিশ্বাস নেই রিপোর্টে। মানুষের দরবার আমাদের কাছে সবথেকে বড় আদালত। যেখানে আমাদের লড়াই করতে হবে। উত্তরপ্রদেশের হাত রসের ঘটনা এমন এক নারকীয় ঘটনা যা ভারতের মধ্যে কম ঘটেছে। পুলিশের দায়িত্ব মহিলাদের সুরক্ষা দেবে। কিন্তু সেই পুলিশি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর নির্লজ্জভাবে বলছে এডিআইজি পরীক্ষা করে দেখা গেছে শুক্রাণু নেই। ধর্ষণ হয়নি। আর এদিকে ফরেনসিক রিপোর্ট ঠিক তার উল্টোটা বলচ্ছে। সে জন্য এই আন্দোলন যেমন চলছে তেমনটাই চলবে।’

 

এদিন দেশজুড়ে আজ আন্দোলন অবস্থান সত্যাগ্রহের ডাক দিয়েছিল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধান ভবনের সামনে এই কর্মসূচি পালন করে প্রদেশ নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রথম সারির রাজ্য নেতৃত্ব। একে একে সবাই হাথ্রাস কাণ্ডের ক্ষোভ উগরে দেয়। সকাল ১১ টা থেকে এই আন্দোলন কর্মসূচি বিকেল পাঁচটা পর্যন্ত চলে।

অন্যদিকে অবস্থান সত্যাগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে আব্দুল মান্নান বলেন, ‘হাথরাসের ঘটনা শুধু নয় এটা যদি অন্যদলের কারুর এমন হতো তার বিরুদ্ধে কংগ্রেস সোচ্চার হত। শুধু হাত রাস নয় আমাদের রাজ্য একই ঘটনা ঘটছে। দিদি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর লোক দেখাতে রাস্তায় নেমে আন্দোলন করছেন। বিজেপি আর তৃণমূল আলাদা আলাদা দল হলেও একই কাজ করছে। অন্যান্য অনেক ইস্যু আছে। তবে মহিলাদের সুরক্ষার জন্য আমাদের আন্দোলন চালাতে হবে। সে যে দলেরই হোক না কেন। আমরা বিজেপি তৃণমূলের মত না।’

Related Articles

Back to top button
Close