fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

২০২৪-এর আগে মিলবে না কোনও ভ্যাকসিন, স্পষ্ট জানাল সিরাম ইন্সটিটিউট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে ফের বড়সড় তথ্য দিল ভারতের সিরাম ইন্সটিটিউট। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উত্‍পাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিল, ২০২৪ সালের আগে বিশ্বের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে না৷ সবার ভ্যাকসিন পেতে ২০২৪ সালের শেষ হয়ে যাবে৷

 

এ বিষয়ে সিরাম ইনস্টিটিউট -এর সিইও আদর পুনাওয়ালা একটি সাক্ষাৎকারে জানান, কম সময়ের মধ্যে বিশ্বের প্রতিটি মানুষকে ভ্যাকসিন জোগাতে প্রস্তুত নয় ফার্মা সংস্থাগুলি৷ তাঁর কথায়, ‘এই গ্রহের সব মানুষকে ভ্যাকসিন দিতে হলে আরও ৪ থেকে ৫ বছর লাগবে৷’ প্রসঙ্গত, এর আগে তিনি জানিয়েছিলেন, প্রত্যেককে দু ডোজ করে ভ্যাকসিন দিতে গেলে বিশ্বে ১৫০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন৷ অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের সঙ্গে মিলে ১০০ ডোজ করোনা ভ্যাকসিন তৈরি করার দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট৷ এর মধ্যে ৫০ শতাংশ ভারত পাবে৷ এছাড়াও রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের জন্যও রুশ সংস্থা গামালেয়া রিসার্চের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে সিরাম ইনস্টিটিউট৷ ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা নভেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন চলে আসবে বলে দাবি করছেন৷

 

আদর পুনাওয়ালার আশঙ্কা, ইউরোপ ও আমেরিকার বিরাট অংশের ভ্যাকসিন প্রি-অর্ডারের জেরে উন্নয়নশীল দেশগুলি বিপাকে পড়তে পারে৷ আদর পুনাওয়ালা বলছেন, ‘আমি জানি, এ ব্যাপারে বিশ্ব ইতিবাচক হতে চাইছে৷ কিন্তু কোনও সংস্থাই এখনও পর্যন্ত ভ্যাকসিন পরীক্ষার সম্পূর্ণ নিরাপদ চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি যেতে পারেনি৷’

 

Related Articles

Back to top button
Close