কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
খুন হিংসা নয় তৃণমূল গাঁধীবাদ বিশ্বাসী: ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি খুন হিংসার রাজনীতি করছে। তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার হলিশহরে দলীয় এক কর্মসূচিতে তিনি বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিয়কে পালটা তোপ দগেন। ফিরহাদ বলেন, ‘খুন, হিংসার রাজনীতি বিজেপি করে। তৃণমূল হিংসা সমর্থন করে না। আমরা গান্ধীবাদী দল।’
শনিবার সন্ধেবেলা ‘গৃহ সম্পর্ক অভিযানে’ বেরিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়ে প্রাণ হারান হালিশহরে বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। বাঁশ, রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। তাই এই খুনের ঘটনায় ধৃতদের আদালতে পেশ করার পর হেফাজতেই চাইল না। প্রায় একই অভিযোগে সরব বিজেপির অন্যান্য নেতাদেরও। কৈলাস বিজয়বর্গীর দাবি, পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে, শাসকদলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পালটা জবাবও দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর পালটা দাবি, ‘পশ্চিমবঙ্গে নয়, কৈলাস বিজয়বর্গীয় যেখানকার বাসিন্দা, সেখানে আতঙ্কের পরিবেশ রয়েছে। ওখানে একটা রাজনৈতিক সমস্যা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, কারা দায়ী। সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সৈকত ভাওয়ালকে হত্যায় জড়িত সন্দেহে ধৃতদের রবিবার বারাকপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।