গুরুত্বপূর্ণদেশহেডলাইন
কনটেন্টমেন্টে কোনও পুজো নয়, নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পুজো নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। সেখানে বলা হয়েছে যে, কনটেন্টমেন্ট জোনে কোনও পুজো করা যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, কনটেন্টমেন্ট জোনের বাসিন্দারা বাড়িতেই উৎসবপালন করতে পারবেন। এছাড়াও পুজোর সময় সামাজিক দূরত্ব মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনও অনুষ্ঠান করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
[আরও পড়ুন- পুজোয় প্রতিমা, মণ্ডপের ক্ষেত্রে সিদ্ধান্ত বদল মধ্যপ্রদেশ সরকারের]
পুজোয় ভিড়যুক্ত এলাকায় কিছু সময় পর পর স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে থার্মাল স্ক্রিনিং, ফ্লোর মার্কিন এর ব্যবস্থা করতে হবে। মণ্ডপে প্রবেশের সময় মাস্ক জরুরী করা হয়েছে। এছাড়াও বিসর্জনেও শোভাযাত্রার ক্ষেত্রে মাস্ক জরুরী করা হয়েছে। আর অতি অবশ্যই সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।