কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
নাড্ডা কাণ্ডে তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি! ‘এনওসি’ দিতে নারাজ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু ছাপিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের হামলার ঘটনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় মুখ্য সচিব এবং ডিজিকে ডেকে পাঠালে তারা যেতে চাননি। এবার জেপি নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসার কে কেন্দ্রীয়় ডেপুটেশনে বদলি করার নির্দেশ দিয়েছেে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু নিয়মমত রাজ্য নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি না দিলে তাদের ফেরত যাওয়া সম্ভব নয়। আর এ ঘটনায় ওই তিন আইপিএস অফিসারকে এনওসি দিতে নারাজ পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন।
বৃহস্পতিবার ঘটনার দিনই রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করার পাশাপাশি শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যের তরফে দাবি ছিল, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বাইরের কিছু গাড়ি কনভয় মধ্যে ঢুকে যায় এবং সেই গাড়িগুলিতেই হামলা চালাানো হয়। রাজ্যপালকে কথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও এমনটাই চিঠি লিখে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়়। কিন্তু রাজ্যের তরফে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এই ঘটনার জেরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৩জন আইপিএস আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। এদের অবিলম্বে বাংলা ছেড়ে দিল্লিতে ফিরতে বলা হয়েছে। অর্থাৎ তিন আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে নিয়ে আসার হুকুম জারি হয়েছিল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন আইপিএস আধিকারিক অর্থাৎ এডিজি(দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র, ডিআইজি(প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠী ও ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার যে দায়িত্বে ছিলেন তা তাঁরা দায়িত্ব সহকারে সঠিক ভাবে পালন করেননি। তাই তাঁদের দিল্লিতে ফেরত আনা হচ্ছে। কিন্তু সেই ফেরত আনার প্রক্রিয়াতেই এবার ধাক্কা দিল নবান্ন।
নবান্নের তরফে জানানো হয়েছে, ওই ৩ আধিকারিককে ছাড়া হবে না আর তাঁদের নো অবজেকশান সার্টিফিকেট বা এনওসি’ও দেওয়া হবে না। আর এই সার্টিফিকেট না পেলে ওই আধিকারিকেরা না বাংলা ছেড়ে যেতে পারবেন না অন্য কোথাও যোগদান করতে পারবেন। আর রাজ্য সরকার কেন্দ্রের ইচ্ছামত বা হুকুম মত এই সার্টিফিকেট দিতে বাধ্য নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কনভয় হামলা নিয়ে মুখ্য সচিব এবং ডিজি কে দিল্লিতে ডেকে আনার করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু যখন তারা আসতে রাজি হননি, তখন এদিন ওই ৩ আইপিএস আধিকারিকদের দিল্লিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারি করে। আদতে ওই ৩ আধিকারিককে শাস্তি দিয়ে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কার্যত সংবিধানকে সামনে রেখে রাজ্য সরকারের এই পদক্ষেপ এখন কেন্দ্রকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে। ফলে এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফের নতুন করে সংঘাতের আবহ তৈরি হল, তা হলফ করে বলাই যায়।