fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

নয়ডায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার মালিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নয়ডায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হল মালিক। শুক্রবার একদম যেন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নয়ডার একটি নির্মীয়মাণ বহুতল। ভেঙে পড়া ওই বাড়ির ধ্বংসস্তূপে বেশ কয়েক জনের আটকে ছিল। শুক্রবার রাতে নয়ডার সেক্টর ১১-এর এফ ব্লকের একটি তিনতলা বিল্ডিং ভেঙে পড়ে। পাঁচজন শ্রমিককে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৫ জনের মধ্যে একজন কনট্রাক্টর ও একজন কাঠের মিস্ত্রি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান।

[আরও পড়ুন- অযোধ্যা সফর বাতিল! তবে কি রাম মন্দিরের ভূমিপুজোয় থাকছেন না যোগী?]

ঘটনায় নড়েচড়ে বসে যোগী প্রশাসন। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর গ্রেফতার করা হয় বহুতলের মালিককে। ধৃত ৬৫ বছরের রাজকুমার ভরদ্বওয়াজ। তিনি ওই বিল্ডিং-এর মালিক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি শোনেন এবং পুলিশ কমিশনার অলোক সিংকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

 

Related Articles

Back to top button
Close