প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে কাঁচরাপাড়ায় আয়োজিত “সেবা সপ্তাহ”

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় আয়োজিত হল “সেবা সপ্তাহ”। কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত হল সেবা সপ্তাহ পালনের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিং সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও বিজেপির যুব এবিভিপি ছাত্ররা।
[আরও পড়ুন- হিন্দু গ্রামবাসীদের দানের অর্থ দিয়ে তৈরি হল সম্প্রীতির পীঠস্থান]
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষ্যে ৭০টি সংকল্প নিয়েছে বিজেপি। এই ৭০ সংকল্পের মধ্যে রয়েছে গরিবদের সেবা। জন্মদিনের এই সপ্তাহকে বিজেপি “সেবা সপ্তাহ” রূপে পালন করছে। এই সেবা সপ্তাহ দেশের বিভিন্ন প্রান্তেই পালন করা হচ্ছে। সেবা সপ্তাহে জনগণের প্রতি সেবা করা হচ্ছে। তেমনই বাংলাতেও পালন করা হচ্ছে সেবা সপ্তাহ। রবিবার কাঁচড়াপাড়াতেও পালন করা হল বিজেপির “সেবা সপ্তাহ”।