শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
সম্প্রতি সিবিআইয়ের টিম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ও তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়েছিল। সিবিআই সূত্রে খবর, একাধিক ক্ষেত্রে অনেক ঘটনাই জানতেই তিনি। তাও জেনে শুনে চুপ করে ছিলেন। উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা কোনও ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থের বিনিময়ে যে তালিকা তৈরি হয়েছিল সেব্যাপারে তিনি জানতেন। এমনকী শান্তিপ্রসাদ সিনহার সঙ্গেও তাঁর এই নিয়ে যোগসূত্র ছিল বলে মনে করা হচ্ছে।
শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক বসুর পর সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হলেন। সোমবার জিজ্ঞাসাবাদ চলাকালীন সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই। এই নিয়ে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ৬ জন।