fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

স্বস্তির ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়ছিল ক্রমশ। ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল মানুষের মধ্যে। পারদের থেকেও অসহনীয় হয়ে উঠেছিল আর্দ্রতা। বৃষ্টির দিকে তাকিয়ে ছিলেন দক্ষিণবঙ্গের মানুষজন। অবশেষে সেই বৃষ্টি হাজির হল, সঙ্গে নিয়ে ঝড়। গরমকালের বিকেলে কালবৈশাখীতে যে ভাবে স্বস্তি পাওয়া যায়, মঙ্গলবার সকালের বৃষ্টিটাও সে রকম অনুভূতিই এনে দিয়েছে। কালবৈশাখীর মতো অতটা না হলেও এ দিন ঝড়ের দাপট ছিল যথেষ্ট। বৃষ্টিও হয়েছে মোটামুটি। তবে সকালের বৃষ্টির দাপট দক্ষিণের থেকে কলকাতার উত্তর প্রান্তে অনেকটাই বেশি ছিল।

আরও পড়ুন: অবসরের অন্যতম সঙ্গী বই

মঙ্গলবার গোটা দিনই দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে । তবে উপকূলবর্তী জেলাগুলি, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উপরের এই পাঁচ জেলা ছাড়াও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related Articles

Back to top button
Close