দেশ
এখনই ইডির সামনে নয়, আরও কিছুদিন সময় লাগবে জানিয়ে দিলেন সোনিয়া

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকালই কেন্দ্রের বিরুদ্ধে রাহুলের ক্ষোভ প্রকাশের পর পর সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন এখনই ইডির ডাকে সাড়া দিতে পারছেন না তিনি। তাঁর আর কিছুদিন সময় লাগবে। করোনা থেকে সুস্থ হয়ে সবে মাত্র বাড়ি ফিরেছেন সোনিয়া। এখনও শরীরের অবস্থা ঠিক নেই বলে জানিয়ে দিলেন তিনি।
২৩ জুন সোনিয়ার ইডির সামনে বসার কথা ছিল। এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় পর পর জেরার মুখে রাহুল। গত পাঁচদিনে ৪০ ঘণ্টা জেরা করা হয়েছে তাকে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়েছেন, কংগ্রেস ইডিকে ভয় পায় না। যত খুশি জেরা করুক কোনও অসুবিধা নেই। সেই সঙ্গে তিনি কেন্দ্রকে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করার দাবি তোলেন।