fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

সৌরভ নয়, বিসিসিআইয়ের নয়া সভাপতি হচ্ছেন রজার বিনি

যুগশঙ্খ,  ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড সরগরম। নতুন সভাপতি হিসেবে বর্তমান সচিব জয় শাহর নামটাই বেশি শোনা যাচ্ছিল বিসিসিআইয়ের সদর দফতর মুম্বাইয়ের ওয়ানংখেড়ে ক্রিকেটপাড়ার আকাশ-বাতাসে। জয় শাহ নয়, বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার ও সর্বোচ্চ উইকেট-শিকারি রজার বিনি।

আবারও চমকে দেওয়া কিছু না ঘটলে ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রজার বিনি।

১৮ অক্টোবর বোর্ডের সাধারণ নির্বাচন। সেদিনই বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ও আয়োজিত হবে। কাল অর্থাৎ ১২ অক্টোবর বিসিসিআইয়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু সেই মনোনয়ন জমা দেওয়ার হিসেবে দেখা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন না। যদিও এটি সৌরভের নিজস্ব সিদ্ধান্ত, নাকি বোর্ডের সিদ্ধান্ত সেটা জানা যায়নি।

Related Articles

Back to top button
Close