রেল কলোনিতে উচ্ছেদের নোটিশ রেল কর্তৃপক্ষের, অবস্থান-বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: সপ্তাহখানেক আগে বনগাঁ পৌরসভার ১৫, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বাবু পাড়া, ঢাকাপাড়া, সাহা পাড়া ও আরএস মাঠ এলাকায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার দখল করে বসবাস করছেন স্থানীয়রা। সেই সমস্ত পরিবারকে উচ্ছেদে নোটিশ জারি করল রেল কর্তৃপক্ষ। তাদের জানানো হয় চলতি মাসের ৬ তারিখের মধ্যে সমস্ত কোয়ার্টার ফাঁকা করে দিতে হবে। তা না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই খবর তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছাতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ পূর্ব রেলের ডিআরএম- এর কাছে চিঠি করেন যাতে তাঁদের পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করা হয়।
পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্ছেদ বিরোধী কমিটি গঠন করে। বৃহস্পতিবার বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস ও উচ্ছেদ বিরোধী কমিটি যৌথভাবে বনগাঁ নিউ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে।
তাঁদের দাবি, এই এলাকায় শতাধিক পরিবার রয়েছে। তারা এখানে ৩০ থেকে ৩৫ বছরের ওপরে বসবাস করছেন। হঠাৎ করে উচ্ছেদ নোটিশ জারি করলে তাঁরা কোথায় যাবে। এখান থেকে তাদের উচ্ছেদ করতে হলে পুনর্বাসন দিয়ে তবেই করতে হবে। তা না হলে তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।