
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার শিবসেনার নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি। এর আগেও তাকে দুবার ডাকা হয়েছিল। কিন্তু সেই সমন এড়িয়ে যান সঞ্জয় রাউত। এবার না বলে কয়ে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। গত ২৭ জুলাই তদন্ত সংস্থা তলব করেছিল রাউতকে। সেই সময় দিল্লিতে সংসদ অধিবেশন চলছে বলে ইডির সমন পেয়েও এড়িয়ে যান তিনি। রবিবার সিআরপিএফ কর্মকর্তাদের সঙ্গে মুম্বইয়ের পূর্ব শহরতলিতে বান্দুপে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছয় তদন্ত সংস্থার দল।
মুম্বইয়ের পাত্র চালের মামলায় সঞ্জয় রাউতকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব অস্বীকার করে তিনি জানিয়ে দেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সঞ্জয় রাউতকে ১ জুলাই প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (পিএমএলএ) ফৌজদারি ধারাগুলির অধীনে তাঁর বিবৃতি রেকর্ড করা হয়েছিল।
গত এপ্রিলে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের অংশ হিসাবে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত এবং তাঁর দুই সহযোগীর নামে ১১.১৫ কোটিরও বেশি মূল্যের সম্পদের তছরূপের মামলা আনে। সম্পত্তিগুলির মধ্যে রয়েছে দাদরে বর্ষা রাউতের একটি ফ্ল্যাট এবং আলিবাগের কিহিম সমুদ্র সৈকতে আটটি জমি যা বর্ষা রাউত এবং সঞ্জয় রাউতের ‘ঘনিষ্ঠ সহযোগী’ সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের যৌথ মালিকানাধীন।