fbpx
ক্রিকেটখেলাগুরুত্বপূর্ণহেডলাইন

‘আমি এতটা নীচে নামতাম না’, গাভাস্কারের মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন রবি শাস্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অনুষ্কার পর এবার সুনীল গাভাস্কারের বিরুদ্ধে সরব হলেন রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ বলেছেন, ‘অনুষ্কা শর্মা যদি অপমানিত বোধ করেন, তাহলে তিনি প্রতিক্রিয়া জানাতেই পারেন। সুনীল গাভাস্কারের এই মন্তব্যের সঙ্গে একমত হই বা না হই, আমি নিজেকে এই স্তরে নামিয়ে আনতাম না।’

প্রসঙ্গত, এবারের আইপিএল-এর শুরুর দিকে ভাল পারফরম্যান্স দেখাতে পারছিলেন না বিরাট। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার বলেন, ‘যেহেতু লকডাউন ছিল, শুধু অনুষ্কার বোলিংয়ের অনুশীলন করেছে ও (বিরাট), ওই ভিডিওটা দেখুন। তাতে কিছু হবে না।’ এরপর গাভাসকরের এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

   আরও পড়ুন:  মুসলিমদের আবেগকে সমর্থন করি, কিন্তু হিংসাকে নয়, বললেন ফরাসি প্রেসিডেন্ট

গাভাসকরের মতো একজন কিংবদন্তি খেলোয়াড় অপর এক খেলোয়াড়ের খারাপ ফর্ম তুলে ধরার সময় কেন সেই খেলোয়াড়ের স্ত্রীকে টেনে আনবেন, তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রাক্তন ভারত অধিনায়ক। অনেকে আবার গাভাসকরের পাশে দাঁড়িয়ে দাবি করেন, খারাপভাবে বলতে চাননি তিনি। তবে বিষয়টি যে অনুষ্কা একেবারেই ভালোভাবে নেননি। তা তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে স্পষ্ট হয়ে গিয়েছে।

অনুষ্কা বলেন, ‘এটা ২০২০ এবং এখনও আমার জন্য এই বিষয়গুলি পালটানো না। কখন আমায় ক্রিকেটে ধরে টানাটানি করা এবং এরকম মন্তব্য করা বন্ধ করা হবে? শ্রদ্ধেয় মিস্টার গাভাসকর, আপনি একজন কিংবদন্তি। যাঁর নাম এই ভদ্রলোকের খেলায় খোদাই করা আছে। আমি শুধু এটা বলতে চাই যে আপনাকে এটা বলতে শুনে আমার কেমন অনুভূতি হয়েছিল।’

বিতর্কের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে গাওস্কর বলেন, ‘আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। যা বলা হচ্ছে, আমি সেই ধরনের মন্তব্য করিনি। আমি বলেছি, লকডাউনের সময় অনুশীলন করার সুযোগ পাননি বিরাট কোহলি। আমরা সবাই দেখেছি, নিজের বাড়ির বারান্দায় অনুশীলন করছিলেন বিরাট কোহলি। তাঁকে বোলিং করছিলেন অনুষ্কা। আমি সেই কারণেই বলেছি, বিরাট শুধু অনুষ্কার বোলিংয়েই অনুশীলন করার সুযোগ পেয়েছেন।’

Related Articles

Back to top button
Close