fbpx
গুরুত্বপূর্ণদেশ

এবার ডিজিটাল সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আনার প্রক্রিয়া শুরু কেন্দ্র সরকারের  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে আইনে সংশোধনী আনার প্রস্তুতি শুরু করল কেন্দ্র সরকার। আগামী সপ্তাহের সংসদ অধিবেশনে ওই বিল উত্থাপন করা হতে পারে বলে খবর।বিলটি পাস হলে বিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির আওতায় আসবে ডিজিটাল সংবাদমাধ্যমগুলো। দেশটির কোনও আইন কিংবা সরকারি বিধিতে এখন পর্যন্ত ডিজিটাল মাধ্যমকে সংজ্ঞায়িত করা হয়নি।বিজ্ঞাপন। নতুন বিলে প্রথমবারের মতো গণমাধ্যম রেজিস্ট্রেশন আইনে তা অন্তর্ভুক্ত হবে।

সংবাদমাধ্যম ও ছাপাখানা রেজিস্ট্রেশন আইন সংশোধনের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন বিলের নাম দেওয়া হয়েছে ‘সংবাদমাধ্যম ও সাময়িকপত্র নিবন্ধন বিল’। এই বিলে ‘যেকোনও ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে ডিজিটাল মাধ্যমে সংবাদ’ বিষয়ক বিধি থাকবে। আইন কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদ প্রকাশকদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করাতে হবে প্রেস কাউন্সিল জেনারেলের মাধ্যমে। ডিজিটাল মাধ্যমগুলো আইন লঙ্ঘন করলে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা জেনারেলের হাতে থাকবে। তিনি রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করতে পারবেন এবং জরিমানা আরোপেরও অধিকার রাখবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানকে প্রধান করে একটি আপিল বোর্ডের সুপারিশ করা হয়েছে। তবে বিলটি এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা অন্যান্য সংশ্লিষ্ট দফতরের অনুমোদন পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সংশোধিত বিলটি ডিজিটাল সংবাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

Related Articles

Back to top button
Close