fbpx
কলকাতাভিডিওহেডলাইন

করোনা আবহে দুঃস্থ শিশুদের পাশে নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা, লকডাউনের আবহে বিপর্যস্ত দিন আনা, দিন আনা পরিবারগুলির অবস্থা। জীবনের প্রধান চাহিদাগুলো মেটানোই দুষ্কর হয়ে গেছে তাদের পক্ষে। অনেক সময় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাদের প্রয়োজন মেটানোর চেষ্টার জন্য এগিয়ে এসেছে। এবার বর্তমান অবস্থার কথা মাথায় রেখে দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াল নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমি। প্রতিষ্ঠানের কর্ণধার ঐন্দ্রিলা সরকারের উদ্যোগে তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দুঃস্থ, সমাজের পিছিয়ে পড়া শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। গণেশপুজোর দিনে লোক না খাইয়ে ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতায় শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: সাম্যময় ভানুর শতবর্ষ

অ্যাকাডেমির কর্ণধার, শিক্ষিকা ঐন্দ্রিলাদেবী জানিয়েছেন, গণেশ পুজো করা হয় অ্যাকাডেমিতে। তবে পুজোকে সামনে রেখে এই আয়োজন। পাশে পেয়েছি ছাত্রী থেকে অভিভাবকদের। তবে প্রধান উদ্যোগ নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমির ছাত্রীদের। তাদের আন্তরিক ইচ্ছেতেই কাজ করার উৎসাহ ও সাহস পেয়েছি।

বহু পরিশ্রম করেই এই নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমিকে গড়ে তুলেছি। আগের থেকে ছাত্র-ছাত্রীর সংখ্যাও বেড়েছে। আমাদের এই প্রতিষ্ঠান আরও বড় হোক তার জন্য দিন রাত এক করে লড়াই করে চলেছি। এবছর পঞ্চম বছরে বার্ষিকী অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। কিন্তু পরিস্থিতিটা আলাদা। তাই এবছর ছাত্রীদের উদ্যোগে বাচ্চাগুলির মুখে একটু হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লেগেছে।

Related Articles

Back to top button
Close