fbpx
দেশহেডলাইন

শত চেষ্টার পরেও শেষ রক্ষা হল না! ১ লক্ষ ছাড়াল দেশে করোনা আক্রান্তের সংখ্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিল সত্যি হল! শত চেষ্টার পরেও শেষ রক্ষা হল না। ১ লক্ষ ছাড়াল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৭১৭। অর্থাৎ একদিনেরও কম সময়ে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে ৩ হাজার মানুষ। সোমবার সকালেই দেশে মৃতের সংখ্যা ৩ হাজার পার করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩০২৯ জন। কিন্তু রাতের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হল ৩১৫৭। অর্থাৎ মাত্র ১২ ঘন্টার ব্যবধানে আরও ১২০ জন সংক্রমিত হয়ে প্রাণ হারালেন দেশে।  এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৩৮.৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭১৫ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩৯১৬৮। অন্যদিকে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৮৩৯১।

আরও পড়ুন: গতি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসছে আম্ফান, মোকাবিলায় তত্‍পর দিঘা-কাঁথি-সুন্দরবন উপকূল

আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান মহারাষ্ট্রের। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৫০৫৮। মৃতের সংখ্যা ১২৫৯। দ্বিতীয় স্থান দখল করেছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে শেষ পাওয়া খবর অনুযায়ী ১১২২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৮ জনের। তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। গুজরাতে আক্রান্ত ১১৭৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। অন্যদিকে মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে অবস্থান পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই করোনায় মারা গিয়েছেন ২৪৪ জন। আক্রান্ত ২৮২৫।

Related Articles

Back to top button
Close