fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের ত্রাণ বিলি নুসরাতের 

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের ত্রাণ বিলি করলেন তৃণমূল সাংসদ নুসারাত জাহান। এদিন সুন্দরবনের মিনাখা, সন্দেশখালি, ধামাখালির বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে যন্ত্র চালিত নৌকায় করে বিধ্বস্ত সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের সঙ্গে কথা বললেন সাংসদ নুসরাত জাহান। পাশাপাশি বাচ্চাদের জন্য বেবি ফুড, শুকনো খাবার, পানীয় জল, ঔষধ, চাল, ডাল পর্যাপ্ত পরিমাণে বিতরণ করলেন। আগামী ৩ রা জুনের যে ভরা কটাল আসছে তার আগেই নদীর বাঁধ গুলো যাতে দ্রুত সারাই করা যায় তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: বাদুড়িয়ায় জল ও বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় পথ অবরোধ-বিক্ষোভ 

সন্দেশখালি, রায়মঙ্গল, ও ছোট কলাগাছি নদীপথে সিতুলিয়া, বয়ারমারী, সুন্দরবন বাঁধের অবস্থা ভয়াবহ, এই মুহূর্তে বাঁধের কাজ সম্পূর্ণ না করা হলে, সামনের যে ভরা কোটাল আসছে, সেই কটালে নতুন করে আবার গ্রাম দখল নিয়ে নেবে এই নদী। দেখলে বোঝাই যাবে না কোনটা নদী, আর কোনটা গ্রাম‌। তার পাশাপাশি সুন্দরবনের দুর্গতদের ত্রাণ বিলি করলেন ও বাঁধের কাজ কিভাবে করা হচ্ছে এবং কিভাবে হবে, সে বিষয়ে সেচ দপ্তরের সঙ্গে মিনাখা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেন। পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ,ও ত্রাণের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করার নির্দেশ দেন  নুসরাত জাহান।

Related Articles

Back to top button
Close