ওবিসিরা নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে অভিযোগ তমলুক জেলা ওবিসি মোর্চার

বাবলু ব্যানার্জি কোলাঘাট: বর্তমান তৃণমূল চালিত রাজ্য সরকার রাজ্যে বসবাসকারী ওবিসি দের নানা ক্ষেত্রে বঞ্চিত করছে বলে অভিযোগ আনল তমলুক সাংগঠনিক জেলা ওবিসি মোর্চা। নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে বিজেপি দলের অন্যতম সংগঠন এই ওবিসি মোর্চা নানা কর্মসূচিতে অংশ নিচ্ছে জেলাজুড়ে।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব পাঁশকুড়া বিধানসভার ওবিসি মোর্চার পক্ষ থেকে পুলশিটা অঞ্চলের পয়াগ গ্রামে ফলের চারা গাছ ও মাস্ক বিলি কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন জেলাস্তরের প্রতিনিধিরা। জেলা সভাপতি সুনীল কর্মকার অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গে ৩৭ শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে, পদে পদে নানা ক্ষেত্রে ওবিসি দের বঞ্চনার শিকার হতে হচ্ছে। রাজ্যের মাননীয়া মুখে অনেক কিছু বলেন কিন্তু কাজে শূন্যতা। মানুষজনদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ২১সালের বিধানসভা নির্বাচনে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে বঞ্চনার জন্য বাংলার মানুষ ক্ষমতাচ্যুত করেছে এই সরকারকে। আজকের এই কর্মসূচিতে তমলুক জেলা সাংগঠনিক ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক উমাচরণ কর্মকার ,জেলা নেতৃত্ব মানব মান্না, তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক, সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্ব শেখ সাদ্দাম হোসেন ,পূর্ব পাঁশকুড়ার বিধানসভার ওবিসি মোর্চার অন্যতম নেতা পূর্ণচন্দ্র মান্না প্রমূখ নেতৃত্ব। শ্রী মান্না এক সাক্ষাৎকারে জানান আজকের এই কর্মসূচিতে শতাধিক ফলের চারা ও মাস্ক গ্রামের প্রান্তিক এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয়।