প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে, ইসলাম ধর্ম গ্রহণে আপত্তি… তরুণীর গলা কেটে খুন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে, এরপর ইসলাম ধর্ম গ্রহণ না করায় তরুণীর গলা কেটে হত্যা করল এক মুসলিম যুবক। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার চৌপন থানা এলাকার ঘটনা। সোনভদ্র জেলার প্রীত নগরে গত ২১ সেপ্টেম্বর এক তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয়। পড়ে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় জানা যায়। পরে পুলিশ জানতে পারে যে, প্রিয়া সোনির সঙ্গে পরিবারের অমতে গত ৭ জুলাই বিয়ে হয়েছিল এজাজ আহমেদ নামে এক যুবকের।
[আরও পড়ুন- বেঙ্গালুরু হিংসায় মূল ষড়যন্ত্রকারী সৈয়দ সাদিক আলিকে গ্রেফতার করল এনআইএ]
পুলিশ সূত্রের খবর এরপর এজাজ প্রিয়াকে মুসলিম ধর্মে স্থানান্তরিত করতে চায়। কিন্তু প্রিয়া সেই ধর্ম গ্রহণ না করায় তাঁদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের ঝামেলা হয়। সেই ঝামেলা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে, প্রিয়াকে গলার নলি কেটে হত্যা করে এজাজ।
সোনভদ্রের এসপি জানান যে, প্রিয়ার ধর্মপরিবর্তন না করা হলে এজাজের পরিবার তাকে স্বীকার করবে না বলে জানিয়েছিল, বিয়ের পর থেকে বহুবার প্রিয়া শ্বশুরবাড়িতে যেতে চেয়েছিল। কিন্তু ধর্ম পরিবর্তন না করা হলে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে না বলে জানিয়েছিল এজাজ।