ভেন্টিলেশনে থেকেও ৩৪ দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বেনিয়াপুকুর থানার ওসি

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কোভিড পরিস্থিতিতে রাজ্যে একেবারে সামনের সারিতে লড়াই করেও প্রাণ হারিয়েছেন একাধিক পুলিশকর্মী। কিন্তু এবার করোনাকে জয় করে ফিরে এসে নজির সৃষ্টি করলেন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। হাসপাতাল সূত্রে খবর, শুধু ভেন্টিলেশন নয়, একমো সাপোর্টও দিতে হয়েছিল বেনিয়াপুকুর থানার ওসিকে। তার এই যুদ্ধ জয়ে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পুলিশ মহলে।
প্রসঙ্গত, বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার করোনা আক্রান্ত হয়ে ৩৪ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে। ফলে ভেন্টিলেশনে রাখা হয় । অবস্থা আরও খারাপ হলে একমো সাপোর্টে রাখা হয় ওই পুলিশ আধিকারিককে। প্রাথমিক দিকে ডাক্তাররা আশার কথা শোনাতে পারেননি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটিয়েছেন তাঁর পরিবারও।
কিন্তু হাসপাতালের শয্যাতেও শুয়েও হার মানেননি অলকবাবু। মনের জোরে এক মাসের বেশি সময় ধরে লড়াই করেছেন তিনি। তার এই অদম্য জেদের কাছে হার মানতেই হল করোনাভাইরাসকে। মঙ্গলবার সন্ধ্যাতেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমকে কুর্ণিশ জানিয়ে তাদের ধন্যবাদ জানিয়েছে কলকাতা পুলিশ।