fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

১৯০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়বে আম্ফান: আবহাওয়া দফতর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আয়লা, ফনি, বুলবুলের পর এবার আসতে চলেছে আম ফান।শক্তিশালী ঝড়ে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। এগিয়ে আসছে রাজ্যের দিকে। আশঙ্কা, এই রাজ্যের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে এই ঝড় আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যা ক্রমেই উস্কে দিচ্ছে ভয়ানক আয়লার স্মৃতি।

আবহওয়া দফতর সূত্রে খবর, সোমবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে, তবে সেই বৃষ্টির পরিমাণ প্রথমে সামান্য থাকবে। তারপর মঙ্গলবার থেকে তীব্র বৃষ্টি হবে বাংলায়। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। রবিবার রাতে বলা হয়েছিল ১২ ঘণ্টার মধ্যে প্রবল শক্তিশালী ঝড়ের আকার ধারণ করবে আমফান। সেই সময় পেরিয়ে গিয়েছে, তাই বলা চলে ইতিমধ্যে ভয়ঙ্কর ঝড়ের আকার ধারণ করেছে এটি।

রাজ্যের দিকে আমফানের গতিমূখ হওয়ায় আশঙ্কায় ভূগছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ঝড়ের ভয়ানক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
Close